যৌথ গবেষণা ও আইটি বিষয়ক পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (DoICT) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ মার্চ ২০২৪ তারিখ রোজ বুধবার রাজধানীর আগারগাঁও-এর আইসিটি টাওয়ারস্থ তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তরের সভাকক্ষে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
উক্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় সচিব জনাব মো: সামসুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। সমঝোতা স্মারক চুক্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক জনাব মোঃ মোস্তফা কামাল এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পক্ষে অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম ও অধ্যাপক ড. সাইফুদ্দিন মোঃ তারিক উপস্থিত ছিলেন। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স ইত্যাদি টেকনোলজি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধানে প্রযুক্তি উদ্ভাবন, প্রয়োজনীয় উচ্চ গতি সম্পন্ন ই-কানেক্টিভিটি, ই-গভর্নেন্স, আইটি বিষয়ক দক্ষ মানব সম্পদ তৈরী করা, সাইবার সিকিউরিটি, উদ্ভাবনীমূলক বিভিন্ন আইডিয়া তৈরী করা এবং যৌথভাবে তা বাস্তবায়ন করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।
সমঝোতা স্মারক চুক্তির ফলে যৌথভাবে উদ্ভাবনীমূলক গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের মতো উন্নত প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে।