ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে "Aspiration to Achievement: Academic Motivation through Australia Awards" শীর্ষক উচ্চ শিক্ষা বিষয়ক একটি সেমিনার রবিবার ১২ জানুয়ারী ২০২৫ কলাভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল বক্তা ছিলেন রওশন আক্তার, যিনি ২০২২-২০২৪ সালের অস্ট্রেলিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ডপ্রাপ্ত, এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষক। সেমিনারটিতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলা অনুষদের ডীন, অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। আগামী দিনে বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষ করে আসা শিক্ষকদের নিয়ে এই ধরণের সেমিনার কলা অনুষদে নিয়মিত আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। সেমিনারে বক্তা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের মূল বিষয়বস্তু তুলে ধরেন এবং কলা অনুষদের তরুণ শিক্ষকদের এই বৃত্তিপ্রাপ্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বসহ সেমিনারটি পরিচালনা করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং কলা অনুষদের বিভিন্ন বিভাগের প্রভাষক এবং সহকারী অধ্যাপকসহ প্রায় তিরিশজন শিক্ষক অংশগ্রহণ করেন।