ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে Outcome Based Education (OBE) ভিত্তিক কারিকুলাম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন সিলেবাস প্রণয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা গত ১৯ মে ২০২৫, সোমবার দুপুর ১২:৩০ টায় বিভাগীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেবাস/কারিকুলাম প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম এবং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও বিশেষ আমন্ত্রিত সদস্যরা। সভায় অধ্যাপক ড. নুরুল হুদা আবুল মনসুর, অধ্যাপক ড. আশফাক হোসেন, অধ্যাপক এম. এ. কাউসার, অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিম, অধ্যাপক ড. শারমীন আখতার, অধ্যাপক ড. মিলটন কুমার দেব, মিঠুন কুমার সাহা (সদস্য সচিব), মো. হাবিবুল্লাহ এবং মো. হাসাইবুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় ইতিহাস বিভাগের এমএ প্রোগ্রামের নতুন কারিকুলামের কাঠামো এবং কোর্স শিরোনামসমূহ সুপারিশ করা হয়। এই নতুন কারিকুলামে তিনটি ক্লাস্টার নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি ক্লাস্টারের জন্য সংশ্লিষ্ট কোর্সসমূহ প্রস্তাব করা হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ইতিহাস বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে কোনো থিসিস বা গবেষণাধর্মী কোর্স অন্তর্ভুক্ত ছিল না।প্রথমবারের মতো নতুন কারিকুলামে গবেষণার সুযোগ যুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে কমিটির সদস্যগণ আশাবাদ ব্যক্ত করেন। এই নতুন সিলেবাস বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে ।