শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনসঙ্গিনী ও শিল্পানুরাগী জাহানারা আবেদিনের পরলোকগমনে শিল্পকলার ইতিহাস বিভাগ গভীর শোক প্রকাশ করছে।
আজ ২৭ এপ্রিল ২০২৫, রবিবার দুপুর ১টায় তাঁর মরদেহ চারুকলায় আনা হলে বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, এ্যালামনাই, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
The Department of Art History expresses deep sorrow at the passing of Jahnara Abedin, the devoted life partner of Shilpacharya Zainul Abedin and a passionate patron of the arts.
On Sunday, April 27, 2025, at 1 PM, her remains were brought to the Faculty of Fine Arts, where the department paid tribute with a floral wreath. Faculty members, researchers, students, alumni, officials, and staff were present to offer their respects.