At the invitation of Professor Dr. Azharul Islam Sheikh Chanchal, Dean of the Faculty of Fine Arts, the Ambassador of the European Union to Bangladesh, Mr. Michael Miller, visited the Faculty of Fine Arts at the University of Dhaka on Tuesday, April 22, 2025. During his visit, he was introduced to the work of each department, including the permanent gallery of the Faculty. He also visited the Department of History of Art, where he engaged in a cordial discussion with the faculty members and students.
(চারুকলা অনুষদের ডিন মহোদয় অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল এর আমন্ত্রণে ২২-০৪-২০২৫ তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শনে আসেন এবং চারুকলা অনুষদের স্থায়ী গ্যালারিসহ তিনি প্রতিটি বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি শিল্পকলার ইতিহাস বিভাগেও সফর করেন এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।)