ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী সেমিনার সিরিজের অংশ হিসেবে আগামী ২৮ জুলাই ২০২৫ সোমবার বিকাল ৩.০০টায় জীববিজ্ঞান অনুষদে সেমিনার অনুষ্ঠিত হবে। জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার আয়োজন সংক্রান্ত কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্তÍ গৃহীত হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুলাই বিকাল ৩.০০টায় ফার্মেসী অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ৩০ জুলাই বিকাল ৩.০০টায় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ৩১ জুলাই সকাল ১১.০০টায় কলা অনুষদ, ০৩ আগস্ট সকাল ১১.০০টায় বিজ্ঞান অনুষদ, ০৪ আগস্ট সকাল ১১.০০টায় বিজনেস স্টাডিজ অনুষদ এবং ০৪ আগস্ট বিকাল ৩.০০টায় আইন অনুষদে সেমিনার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ০৩ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু হয়।
২৩/০৭/২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়