ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। উপাচার্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ এই শোভাযাত্রায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও চারুকলা অনুষদের ডিন, প্রক্টর সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ দেশ-বিদেশের অতিথিবৃন্দ অংশ নেন। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফসহ আমাদের ঐতিহ্যের পরিচায়ক বিভিন্ন শিল্পকর্ম স্থান পায়। এছাড়া, এবছর বিপুলসংখ্যক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সর্বসাধারণ দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি পৃথকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে।
বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে চারুকলা অনুষদের বকুল তলায় বৈশাখী যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এছাড়া, চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে বকুল তলায় অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে কলা অনুষদের উদ্যোগে আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের আয়োজন করা হয়।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং সুচারুভাবে আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতি সম্বলিত পথ নকশা প্রকাশ করা হলো:
Plan and Progress towards DUCSU Election: The timeline
Sl |
Key Initiatives |
Formation |
Tasks |
Status/Progress |
|
Individual round of stakeholder consultation and discussion |
2nd to 4th weeks of December 2024 |
|
|
|
DUCSU Constitution Amendment Committee |
24/12/2024 |
Consult with the students' organizations Ask the students' organizations to give their opinion sought for general students opinion through online compare and compile all the opinions 6 Meetings were held
|
1. DUCSU Revised constitution finalized and sent to the students' organizations
2. Waiting for approval of Syndicate |
|
DUCSU Election Code of Conduct Review Committee |
15/1/2025 |
Exchange of views with students' organizations Exchange of views with former DUCSU office bearers Exchange of views with DUJA 2019 and 2024 7 meetings were held
|
Finalized and waiting for approval of Syndicate
|
|
Consultation Committee to provide advice |
20/1/2025 |
Opinion exchange with student organizations Opinion exchange with hall provosts and warden Opinion exchange with all deans Opinion exchange with DUJA Opinion exchange with hall provosts and warden Spread sheet disseminated in website and emails of the students 9 Meetings were held |
To be finalized by mid-April, 2025
|
|
Sharing of the outcome (documents) with Students' Organizations |
Done |
In progress |
To be finalized by mid of April, 2025
|
|
Sharing of the outcome (documents) with the Provosts, Deans, Chairs of the departments and Directors of the Institutes |
Pending |
|
To be finalized by mid of April, 2025
|
|
Formation of Election Commission (includes the appointment of Chief Returning Officer and other Returning Officers by the Vice Chancellor)
|
Pending |
|
1st half of May, 2025
|
|
Preparation of voter list (by the election commission with the support of DU administration)
|
Pending
|
|
Mid of May, 2025
|
|
Declaration of the Election Schedule (By the election commission in consultation with the Vice-Chancellor) |
Pending
|
|
The EC to determine the dates of specific actions related to holding elections by the Election Commission |
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় MCQ Test আগামী ১৭/০৫/২০২৫ তারিখ বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের MCQ Test পুনরায় গ্রহণের বিষয়টিতে মাননীয় আদালতের নির্দেশ রয়েছে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল ১৭/০৪/২০২৫ তারিখ সকাল ১১টায় প্রকাশ করা হয়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯/০৪/২০২৫ তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।
৪। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাচ ভাইরাসবিদ অধ্যাপক ড. আলবার্ট অস্টারহাউস-এর ‘Discovering Covid: The Beginning and Beyond’ শীর্ষক বিশেষ বক্তৃতা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)। অধ্যাপক ড. আলবার্ট অস্টারহাউস বিশ্বের শীর্ষস্থানীয় ভাইরোলজিস্টদের একজন, যিনি SARS ও CoV-1 আবিষ্কার এবং জুনোটিক মহামারী বিষয়ক কাজের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার ১ হাজার ৩৫০টিরও বেশি প্রকাশনা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি সফল বায়োটেক উদ্যোগও নিয়েছেন তিনি।
৫। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এ ‘Advanced Course on Research Methodology’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
৬। অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ‘ইকনোমিকস স্টাডি সেন্টার’-এর উদ্যোগে ৩-দিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশ ইকনোমিকস সামিট’ অনষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামিট উদ্বোধন করেন। এবারের সামিট-এর প্রতিপাদ্য হচ্ছে ‘সংস্কারের ক্রান্তিকালে বাংলাদেশ: দীর্ঘস্থায়ী সংস্কারের রোডম্যাপ।’ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আন্তর্জাতিক প্রবৃদ্ধি সেন্টার (আইজিসি)-এর সহযোগিতায় এই ইকনোমিকস সামিট আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইকনোমিকস স্টাডি সেন্টার প্রকাশিত “সেটেরিস প্যারিবাস” এবং “বাংলাদেশ স্টুডেন্ট অন ইকোনমিকস এন্ড ডেভেলপমেন্ট (বিএসডিইডি)” শীর্ষক দু’টি জার্নালের মোড়ক উন্মোচন করা হয়। ৩-দিনব্যাপী এই সামিট-এর বিভিন্ন পর্বে পাবলিক লেকচার, ইকনোমিকস অলিম্পিয়াড, ডাটা ভিজ্যুয়ালাইজেশন, অর্থনীতি বিষয়ক পাঠচক্র, পলিসি ডিবেট এবং সমসাময়িক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে ৪টি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। সামিটের বিভিন্ন পর্বে বিশিষ্ট গবেষক এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।
৭। ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিডো, ঢাকাস্থ নরওয়ে দূতাবাস এবং প্রাণ আরএফএল গ্রুপের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিলো। উদ্বোধনী ও সমাপনী পর্বে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও বুয়েটের প্রায় ৪০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হয়। পরে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন উপাচার্য।
৮। ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিভিন্ন বর্ষে সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ৩জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। তারা হলেন-১ম বর্ষের ফাহিয়া হক আফনান, ২য় বর্ষের মেহেবুবা চৌধুরী এবং ৩য় বর্ষের মালিক সাবিহা তাসমিন। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
৯। পার্বত্য চট্টগ্রামের সামাজিক উৎসব ‘সাংক্রাই-চাংক্রান-বিহু-বিষু-বিঝু-সাংগ্রাইং-সাংগ্রাই-বৈসু’ উপলক্ষ্যে জগন্নাথ হলে আলোচনা সভা, র্যালি, ফুল ভাসানো, ঐতিহ্যবাহী খেলাধুলা, বর্ণমালা ও আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এই কর্মসূচির আয়োজন করে।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কুইজ ফেস্ট উদ্বোধন করেন। এই কুইজ ফেস্টে আন্তঃস্কুল, আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় ১শ’ টি টিম, মেগা কুইজে ৩০ টি টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটি কুইজে ৭০ টি টিম অংশগ্রহণ করছে। ‘ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ফিলিপাইনসহ ১১টি দেশের প্রতিযোগী এই ফেস্টে ভার্চুয়ালি যুক্ত হন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেডের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। আলাপকালে পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। এসময় উপাচার্য বলেন, আমাদের সম্পদ সীমিত। যার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা আমরা দিতে পারিনা। এখানে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের আবাসিক হল, মেডিকেল সেন্টার, গবেষণার জন্য আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। আমরা সীমিত সম্পদের যথাসাধ্য সদ্ব্যবহারের চেষ্টা করছি। এসময় উপাচার্য পাওয়ার-চায়না রিসোর্সেস লিমিটেডের বিনিয়োগ করার আগ্রহকে স্বাগত জানান।
১২। ঈদুল ফিতর উপলক্ষ্যে রোকেয়া হলের আবাসিক ছাত্রীদের মধ্যে সকালের নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়। ৭মার্চ ভবনের বাঙ্গ বেড রুমে নেট সংযোগ দেয়া হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে হলের আবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। একই দিনে ছাত্রীদের অংশগ্রহণে উদ্যোক্তা মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হলের চামেলী ভবনের নামাজ ঘরের সংস্কার কাজ শেষ করা হয়েছে এবং আবাসিক ছাত্রীরা নামাজ আদায় করছে।
১৩। ফিলিস্তিনে নির্মম গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কবি সুফিয়া কামাল হলের দোকানসমূহকে ইসরাইলের পণ্য বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, দোকানে যে সকল ইসরায়েলি পণ্য মজুদ আছে তা পৃথক করে রাখার পাশাপাশি নতুন কোনো ইসরায়েলি পণ্য মজুদ না করতে নির্দেশ দেয়া হয়েছে। উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস-শীর্ষক ৭ দিন ব্যাপী কর্মশালায় হলের ২০ জন শিক্ষার্থী অংশ নেন। পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষ্যে হলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার (দুপুরের খাবার) বিতরণ করা হয়।
১৪। আন্তর্জাতিক বন দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি’র উদ্যোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে ‘বন ও খাদ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। কারস্-এ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটিভিটিজ (RDA) সভা এবং ‘Research achievement of Different Laboratories of CARS’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
১৬। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির মধ্যে জুলাই গণঅভ্যুত্থান এবং শান্তি ও সংঘর্ষ বিষয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে যৌথ গবেষণা গ্রন্থ প্রকাশ এবং দু’ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যাপক ল্যান্ডন ই. হ্যানকক (Professor Landon E. Hancock)-এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আলোচনা হয়েছে।
১৭। ফলিত গণিত বিভাগে ‘বাংলাদেশ গণিত সমিতি- এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াড উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং ৬টি বিভাগ থেকে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ৮৩জন শিক্ষার্থী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে বিজয়ী ১০জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফওজিয়া আফিয়া ইসলাম ও মো.সবুজ রানা সোহাগ, বুয়েটের শিক্ষার্থী মো. জিম মিম সিদ্দিক সৌধ, অনিন্দ্য বিশ্বাস, তাহজিব হোসেন খান, মো. আশারুল ইসলাম ফাহিম ও ফাহিম মুহতামিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. গোলাম মুসাব্বির জয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র শিক্ষার্থী আহনাফ মারজুক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুমন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়