ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের সভাপতিত্বে সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। নববর্ষ উদযাপনের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। নববর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষ্যে চারুকলা অনুষদে জলরং দিয়ে ছবি আঁকার একটি কর্মশালা আয়োজন করা হয়।
২। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৭ এপ্রিল ২০২৫ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ পুনরায় শুরু হয়েছে। ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অফিস চলাকালীন দিনগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান থাকবে। শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত প্রবেশপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে। উল্লেখ্য, বইমেলা এবং রমজান উপলক্ষ্যে এই কার্যক্রম শিথিল ছিল।
৩। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে ৭ এপ্রিল ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া, সকাল ৯ টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়।
৪। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে পৃথকভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য ঈদ শোভাযাত্রা বের করা হয়। উপাচার্য শোভাযাত্রায় নেতৃত্বে দেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি টিএসসি হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
৫। যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ ২০২৫ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় সভাপতিত্ব করেন। ২৬ মার্চ ২০২৫ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, উপাচার্যের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে পু®পস্তবক অর্পণ করা হয়, মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়, কার্জন হল ও টিএসসিসহ গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয় এবং বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
৬। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় স্মৃতি চিরন্তন চত্বরে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে উপাচার্যের সভাপতিত্বে স্মৃতি চিরন্তন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে ১৯৭১ সালের ২৫মার্চের গণহত্যাকে উপজীব্য করে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্মৃতি চিরন্তন চত্বরে আলোচনা সভা শেষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জগন্নাথ হল গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। দিবসটি উপলক্ষ্যে রাত ১০:৩০টা থেকে ১০:৩১টা পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় এক মিনিট “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হয়। এছাড়া, শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়।
৮। প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পাসে বনায়ন কর্মসূচির অংশ হিসেবে স্মৃতি চিরন্তন চত্বরে গাছের চারা রোপণ, আলোচনা পর্ব এবং ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়।
৯। বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে ‘স্প্রিং স্কুল অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশের ডেনমার্ক দূতাবাস এবং সুইডিশ সরকার ও ইনিশিয়েটিভ ফর গ্লোবাল সলিডারিটি (আইজেএস) এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি সংস্থার ৩০ জন পেশাজীবী অংশ নেন।
১১। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ প্রতি বছরের ন্যায় এ বছরও “তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড রচনা প্রতিযোগিতা ২০২৫” আয়োজন করেছে। আগামী ২৯ মে ২০২৫ পর্যন্ত রচনা জমা দেয়া যাবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য https://www.facebook.com/photo/?fbid=694389689765179&set=a.169319395605547 ফেইসবুক পেইজে পাওয়া যাবে।
১২। মাস্টার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় মৎস্যবিজ্ঞান বিভাগের ৩জন শিক্ষার্থীকে এক অনুষ্ঠানে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১৩। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ইউনিডো এবং প্রাণ আরএফএল গ্রুপের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভায় সভাপতিত্ব করেন। ‘উন্নয়নের স্বার্থে পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস’ কর্মসূচি উপলক্ষ্যে আগামী ১৫ এপ্রিল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন এবং সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাপনী এবং ক্যাম্পাস সক্রিয়করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
১৪। ইংরেজি বিভাগ “The Road Taken and the Detours Ahead: Research and Career Directions” শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। এতে বক্তা হিসেবে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার ইংরেজি বিভাগের বিশিষ্ট শিক্ষক ও গবেষক ড. ফয়েজা হাসানাত তাঁর গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের গবেষণা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এয়াড়া, বিভাগের পক্ষ থেকে ৫৮ জন মেধাবী এবং অসচ্ছল শিক্ষার্থীকে ১৮ টি স্কলারশিপ ফান্ড থেকে অ্যাওয়ার্ড ও স্টাইপেন্ড প্রদান এবং মেন্টরশিপ ও টিউটরশীপ সার্টিফিকেট প্রদান করা হয়।
১০/০৪/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়