ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিভাগেরই অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। তিনি ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ বিভাগের প্রাক্তন চেয়ারপার্সন অধ্যাপক নাসরিন রফিক-এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।
অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম ভূগোল ও পরিবেশ বিভাগের একজন সিনিয়র শিক্ষক। তিনি একই বিভাগ থেকে ১৯৮৩ সালে স্নাতক এবং ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে তিনি যুক্তরাজ্যের সেইন্ট এন্ড্রুস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বর্তমানের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেন। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফেলোশিপ, গ্রান্ট ও পুরষ্কার লাভ করেন।
বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি প্রশাসনিক, শিক্ষাদান ও গবেষণা-এই তিন ক্ষেত্রে বিভাগের উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।