নিয়মিত মাস্টার্স (২ বছর মেয়াদী) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
২০২২-২০২৩ সেশনে প্রিন্টমেকিং বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন শূণ্য থাকা সাপেক্ষে নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে (দুই বছর মেয়াদী) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ইউজিসি অনুমোদিত) থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি যোগ্যতা ও শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০-১০-২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি ফরম-এ আবেদন করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিকৃত শিক্ষার্থীরা আবাসিক সুবিধা পাবে না।
যোগাযোগ: ০১৬৭০২০৬১৭৮
১. পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভাগের অফিসে যোগাযোগ করে অথবা ওয়েব পেইজ থেকে ডাউনলোড করে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম ডাউনলোড লিংক:
https://ssl.du.ac.bd/fontView/images/file/1696823770AdmissionFormMFA1stpart2022-2023.pdf
২. পরীক্ষার প্রবেশপত্র ই-মেইলে পাঠানো হবে।
৩. ভর্তি পরীক্ষা:
লিখিত পরীক্ষা: ৩০ নম্বর ১৮-১১-২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা (১ ঘন্টা)
অঙ্কন ও নির্মাণ বিষয়ে পরীক্ষা: ৩০ নম্বর ১৮-১১-২০২৩ তারিখ সকাল ১১টা থেকে ১১.৩০মিনিট (৩০মিনিট)
আর্টিস স্টেটমেন্ট, প্রজেক্ট প্রোপজাল ও ফোলিও (পোর্ট ফোলিও ২০+অন্যান্য ১০ নম্বর:
মৌখিক পরীক্ষা: ১০ নম্বর ২২ ও ২৩-১১-২০২৩ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৩টা (১ ঘন্টা)
৪. ভর্তির ফলাফল প্রকাশ: ২৬-১১-২০২৩ তারিখ
৫. ভর্তি : ২৮-১১-২০২৩ তারিখ
৬. ক্লাস শুরু: ০৩-১২-২০২৩ তারিখ
৭. ভর্তি আবেদনের প্রয়োজনীয় কাজগপত্র ও শর্তাবলী:
৭.১. অসম্পূর্ণ আবেদনপত্র ভর্তির জন্য বিবেচিত হবে না।
৭.২. জাতীয় পরিচয়পত্রের/জন্ম নিবন্ধনের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৭.৩. এসএসসি, এইচএসসি, স্নাতকসহ সকল পরীক্ষার সার্টিফিকেট এবং সকল বর্ষের/সেমিস্টারের মার্কসিটের প্রতিঅনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৭.৪. সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৭.৫. ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ ৩,০০০/- (তিন হাজার) টাকা জমা দিতে হবে (অনলাইনের ক্ষেত্রে বিকাশে ৩,০৬০/-(তিন হাজার ষাট) টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের স্ক্রিনসটের কপি বিভাগের অফিসে জমা দিতে হবে। বিকাশ নম্বর : ০১৯১৪২৪৪০৪৩।
৭.৬. আবেদনপত্রের সাথে নিজ শিল্পকর্ম সম্পর্কে লিখিত বক্তব্যসহ একটি পোর্টফোলিও জমা দিতে হবে।
৭.৭. বিদেশী ডিগ্রির ক্ষেত্রে আবেদনের পূর্বেই ডিগ্রির সমতা নিরূপণের জন্য বিভাগীয় অফিসে সরাসরি আবেদন করতে হবে।
৮. ভর্তি যোগ্যতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০-১০-২০২২ তারিখের সিন্ডিকেট সভায় অনুমোদিত ‘নিয়মিত মাস্টার্স প্রোগ্রামের শূন্য আসনে ভর্তির নীতিমালা’র আলোকে ও ০৪-১০-২০২৩ তারিখের একাডেমিক কমিটির সভার সিদ্ধান্তক্রমে নিম্নলিখিত শর্ত সমূহ ভর্তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৮.১. বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে আসন শূণ্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর বয়স ও শিক্ষাবর্ষের কোনো সীমাবদ্ধতা নাই।
৮.২. প্রার্থীদের মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫, স্বতন্ত্রভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ হতে হবে।
৮.৩. প্রার্থীদের স্নাতক পরীক্ষায় ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.২৫/দ্বিতীয় বিভাগে ৫৫% নম্বর থাকতে হবে।
৮.৪. স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ঢাকা বিশ^বিদ্যালয়/অভ্যন্তরীণ প্রার্থীদেরও এ শর্ত পূরণ করতে হবে।
৮.৫. বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৮.৬. বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে (বিদেশি পাসপোর্ট ও বিদেশি ডিগ্রিধারী) স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অনুষদ কর্তৃক সকল ডিগ্রির সমতা নিরূপণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
৮.৭. বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে আর্টিস স্টেটমেন্ট, প্রজেক্ট প্রোপজাল ও ফোলিও এর ভিত্তিতে যাচাই করা হবে।
প্রিন্টমেকিং বিভাগ
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Printmaking Department, Faculty of Fine Arts, Dhaka University
Regular Master's (2-year) Program Admission Notice
Call for applications from eligible candidates for admission to the Regular Master's Program (two years) in Printmaking Department, Faculty of Fine Arts, Dhaka University, subject to vacant seats in the 2022-2023 session. Students who have completed a four-year undergraduate degree in any subject from a public/private university(approved by UGC) can apply by fulfilling the admission requirements and conditions. Interested candidates must apply to the designated admission form by October 30, 2023. It is to be noted that admitted students will not be provided with hostel facilities.
Contact: 01670206178
1. Application form must be filled out with the required documents by contacting the department office or downloading from the website.
Application form download link:
https://ssl.du.ac.bd/fontView/images/file/1696823770AdmissionFormMFA1stpart2022-2023.pdf
2. Admission test admit card will be sent by email.
3. Admission test:
Written test: 30 marks, 10:00 AM to 11:00 AM on November 18, 2023 (1 hour)
Drawing and Construction subject test: 30 marks, 11:00 AM to 11:30 AM on November 18, 2023 (30 minutes)
Art statement, project proposal, and portfolio (20 + 10 marks):
Oral test: 10 marks, 2:00 PM to 3:00 PM on November 22 and 23, 2023 (1 hour)
4. Admission result will be published on November 26, 2023.
5. Admission: 28 November 2023
6. Class start: 3 December 2023
7. Required documents and conditions for admission application:
7.1. Incomplete application form will not be considered for admission.
7.2. Copy of National Identity Card/Birth Certificate must be attached with the application form.
7.3. Copies of all examination certificates including SSC, HSC, and undergraduate, and copies of all semester marksheets must be attached with the application form.
7.4. Two copies of passport size photographs.
7.5. Admission test application fee of BDT 3,000/- (Three thousand) must be paid (In case of online payment, BDT 3,060/- (Three thousand sixty) must be paid through bKash. The screenshot ofthe payment must be submitted to the department office. Bkash number: 01914244043.
7.6. A portfolio with a written statement about your artwork must be submitted with the application form.
7.7. In case of foreign degrees, the applicant must apply to the department office directly before applying for the degree equivalence.
8. Admission requirements:
In accordance with the "Policy for Admission to Regular Masters Programs in Vacant Seats" approved at the Syndicate meeting of Dhaka University on October 30, 2022, and the decision of the Academic Committee meeting on January 15, 2023, the following conditions will be considered as admission requirements:
8.1. Students who have completed a four-year undergraduate degree in any subject from a public/private university (approved by UGC) are eligible to apply for admission to the Regular Masters Program in vacant seats, subject to vacant seats. There are no age or academic year restrictions for admission to the Masters Program.
**8.2.** Candidates must have a total GPA of 6.5 in secondary/equivalent and higher secondary/equivalent examinations, with a minimum GPA of 3.00 each.
8.3. Candidates must have a minimum CGPA of 3.25 on a 4.00 scale/55% marks in the undergraduate examination.
8.4. Students who have completed a postgraduate degree are also eligible to apply. Dhaka University/internal candidates must also meet this requirement.
8.5. Students who have obtained undergraduate or postgraduate degrees from foreign universities can apply for admission through the department of their respective discipline for the evaluation of degree equivalency.
8.6. In the case of foreign students (holders of foreign passports and foreign degrees), they can apply for admission through the respective department for the evaluation of equivalency for all degrees.
Department of Printmaking,
Faculty of Art,
University of Dhaka.