গত ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত "পাখিমেলা ২০২৪" অনুষ্ঠানে Dhaka University Nature Conservation Club- DUNCC এবং প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে ছিল আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, ছবি দেখে পাখি সনাক্তকরণ এবং স্টল সাজানো। ঢাকা বিশ্ববিদ্যালয় টিম আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা এবং স্টল সাজানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে।
বিজয়ী টিমে ছিল- রিপন চন্দ্র রায় (এমএস), ফরহাদ চৌধুরী (চতুর্থ বর্ষ), উজ্জ্বল দাস হৃদয় (চতুর্থ বর্ষ), এবং ফারিহা সুমনা (তৃতীয় বর্ষ)।
স্টল সাজানো প্রতিযোগিতায় লিড দিয়েছে তৃতীয় বর্ষ।