জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদীপ প্রজ্বলন। অনুষ্ঠানটির প্রতিপাদ্য বিষয় ছিলো : স্মৃতিতে ভাস্বর রক্তাক্ত জুলাই: সাম্য ও মানবতার বাংলাদেশ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, উপাচার্য কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সুপার নিউমারারী অধ্যাপক, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. শান্টু বড়ুয়া, পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিভাগের প্রভাষক কে, এম আফতাবুল ইসলাম তন্ময়। এছাড়া বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।