শ্রদ্ধা ও আবেগময় ভালোবাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর স্মরণসভা অনুষ্ঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বিভাগের প্রয়াত অধ্যাপক আরেফিন সিদ্দিকীর স্মরণে ০৯ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার সকাল দশটায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেন।
স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি, উপ উপাচার্য (শিক্ষা ) অধ্যাপক ড. মামুন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও আরেফিন সিদ্দিক এর পরিবারের সদস্যসহ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্মরণসভাটি সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ২:০০ টায়।
সভা শেষে স্মরণসভাকে সাফল্যমন্ডিত করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।