আপনি কি ২০২৪ সালের ১৫জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনার ভুক্তভোগী/প্রত্যক্ষদর্শী?
আপনি সত্যানুসন্ধান কমিটির সামনে উপাস্থিত হয়ে আপনার বক্ত্যব্য প্রদান করতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য শোনা হবে ২১ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা ।
স্থান: আইন অনুষদ ডিন অফিস, কাজী মতোহার হোসেন ভবন (সায়েন্স এনেক্স ভবন)
ZOOM-এ বক্তব্য প্রদান করতে চাইলে ZOOM লিংকের জন্য ইমেইল করুন: inquiry@du.ac.bd
সত্যানুসন্ধান কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়।