ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ৩৫জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ২২ মে ২০১৭ সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(এল) এবং (৩) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই নির্বাচনের নির্দেশনা প্রদান করেছেন। ঐদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বেলা ১:০০টা পর্যন্ত চলবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৮(৪) ধারা অনুযায়ী সিনেটে সদস্য পদের জন্য অনুর্ধ্ব ৩৫জন শিক্ষকের নাম প্রার্থীরূপে প্রস্তাব করা যাবে। ভোটার তালিকার কপি এবং মনোনয়নপত্র সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের নিকট পাওয়া যাবে। মনোনয়নপত্র ১১ মে ২০১৭ বৃহস্পতিবার বেলা ১:০০টার মধ্যে বা তৎপূর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। ১৪ মে ২০১৭ রবিবার বেলা ১:০০টার মধ্যে বা তৎপূর্বে কোন প্রার্থী লিখিত পত্রের মাধ্যমে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
উপাচার্য মহোদয়ের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এই নির্বাচন পরিচালনা করবেন।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়