ঢাবি ক্রিমিনোলজি বিভাগের পরিচিতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতি সভা আজ ১৪ জুলাই ২০২৫ সোমবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের শিক্ষক মো. রেজাউল করিম সোহাগ।
অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সমাজে শাসক বদলায় কিন্তু স্বৈরশাসন বদলায়না। সমাজকে বদলাতে হলে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। সামাজিক অপরাধের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, অপরাধ নির্মূলে সামাজিক অপরাধের কারণগুলো চিহ্নিত করতে হবে। সামাজিক অপরাধ নির্মূলে রাষ্ট্র, সমাজসহ সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। সমাজে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংস্কৃতি আমাদের আত্মপরিচয়। তাই আমাদের সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষার্থীদের সফলতা কামনা করে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার অনুশীলন বাড়াতে হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা কোনভাবেই যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বর্তমান অস্থির সমাজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়