ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গতকাল ১৭ মে ২০২৫ শনিবার হাজী মুহম্মদ মুহসীন হল পরিদর্শন করেছেন। এসময় তিনি পলেস্তারা খসে পড়া বিভিন্ন কক্ষ, মসজিদ, ডাইনিং রুম ও পাঠাগার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, অ্যালামনাইবৃন্দের সহযোগিতায় হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন কক্ষ পর্যায়ক্রমে সংস্কার করা হবে। সংস্কার কাজে সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এসময় হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী এবং প্রকৌশল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় হাজী মুহম্মদ মুহসীন হলের ১১ তলা বিশিষ্ট বর্ধিত ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই সরকারের কাছে প্রস্তাব পেশ করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকল্পে এই বর্ধিত ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি ৯৪ লাখ টাকা। বর্ধিত ভবনটি নির্মিত হলে এক হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে।
১৮/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়