ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে কুমিল্লায় বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জন্য 'Foundation Certificate in University Teaching and Learning' শীর্ষক ১৪-দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। উপাচার্যের উদ্যোগ ও দিকনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম বারের মতো এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ.টি.এম. শামসুজ্জোহা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে বায়েজিদ সুমন ও লিজা আক্তার।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্রশিক্ষণে অংশগ্রহনকারী তরুন শিক্ষকরা এই বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ধারনা লাভ করেছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণের ফলে বিভিন্ন বিভাগের শিক্ষকদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে নেটওয়ার্ক সৃষ্টি, শিক্ষা ও গবেষণার আধুনিক জ্ঞান ও পাঠদান কৌশল অর্জিত হয়েছে তা শ্রেণিকক্ষে প্রয়োগের জন্য উপাচার্য তরুণ শিক্ষকদের প্রতি আহ্বান জানান। নবীন শিক্ষকদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে বলে উপাচার্য উল্লেখ করেন।
অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রশিক্ষণার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘‘Ethical Aspects and Plagiarism Guidelines of DU’ শীর্ষক লেকচার প্রদান করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৫৮ জন নবীন শিক্ষক এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সফলভাবে অংশগ্রহণ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আইকিউএসি-এর উদ্যোগে আয়োজিত তরুণ শিক্ষকদের জন্য ১৪-দিনব্যাপী এক আবাসিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। ছবিতে অতিথিবৃন্দের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)