ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রের উদ্যোগে দু’দিনব্যাপী এক গবেষণা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল ২১ মে ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। কেন্দ্রের সভাপতি ও বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জসীম উদ্দিন বক্তব্য রাখেন। কর্মশালায় কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩২জন শিক্ষক ও গবেষক অংশ নেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়