ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক মাস্টার প্ল্যান’-এর গত ২৬ মার্চ ২০২৪ উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল-এর নিকট প্রদান করা হয়।মাস্টার প্ল্যান তৈরির লক্ষ্যে গঠিত একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান (এডিপি) কমিটি এই খসরা প্রদান করেন। উপাচার্য এডিপি কমিটির সকল সদস্যদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের মতামত নিয়ে আগামীতে এডিপি কমিটির সুপারিশ সমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার মাস্টারপ্লান-এর সাথে সমন্বয় করে কিভাবে বাস্তবায়ন করা হবে তার প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এডিপি কমিটির আহবায়ক অধ্যাপক ড. হাসিনা খান এবং যুগ্ম সদস্য সচিব জনাব মোহাম্মদ রাশেদুর রাহমান উপাচার্যের নিকট প্লান-এর বিষয়বস্তু, পরামর্শ ও রোডম্যাপ উপস্থাপন করেন। আগামী শতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা, পরিকল্পনা ও রোডম্যাপ করার জন্য এডিপি কমিটিকে দায়িত্ব দেওয়ার জন্য কমিটির সদস্যবৃন্দ উপাচার্যকে ধন্যবাদ জানান।
মাস্টার প্ল্যানের খসরা প্রদানের সময় "Be an Inspiration for Inclusive Innovation and Moral Leadership" এই ভীষণকে সামনে রেখে গঠিত ডেভেলপমেন্ট প্ল্যান এর ১১-সদস্য বিশিষ্ট কমিটির সদস্য-- এমিরেটাস অধ্যাপক ড. আবুল কালাম আজাদ চৌধুরী, এমিরিটাস অধ্যাপক ড. খন্দকার বাজলুল হক, এমিরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই রব্বানী, অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক, ড. সৈয়দ শাহাদত হোসেন এবং ড. মোহাম্মাদ শাহ মিরান মতামত প্রদান করেন।