ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফুটবল লীগ-২০২৪-এ ফাইনাল ম্যাচে ‘যমুনা’ দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘ব্রহ্মপুত্র’ দল। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ গতকাল ১০ মার্চ ২০২৪ রবিবার বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফুটবল লীগ-২০২৪ এর আহবায়ক অধ্যাপক ড. মো. আমিনুল হক, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলায় অংশগ্রহণ করাটাই বড় বিষয়। সকলের অংশগ্রহণে যে কোন প্রতিযোগিতা সুন্দর ও পরিপূর্ণতা পায়। ভবিষ্যতেও শিক্ষকবৃন্দ ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সকল প্রতিযোগিতায় অংশ নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, শিক্ষকদের এই ফুটবল লীগে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম সানা এবং সেরা গোল রক্ষক হয়েছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান। গত ৪ মার্চ ২০২৪ থেকে শুরু হওয়া এই ফুটবল লীগে ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ এবং ‘ব্রহ্মপুত্র’ এই ৪টি দলে ১২০জন শিক্ষক অংশ নেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়