আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির উদ্যোগে আজ ৮ মার্চ ২০২৪ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে ৮ম নারী গণিত অলিম্পিয়াড-২০২৪ এর উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির উদ্যোগে ‘৮ম নারী গণিত অলিম্পিয়াড-২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান ৮ মার্চ ২০২৪ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এ.এফ. মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ উইমেন্স ম্যাথমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। অনুষ্ঠানে গণিত অলিম্পিয়াডে ১০জন শিক্ষার্থী এবং সুডোকু প্রতিযোগিতায় ৩জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ছবিতে অতিথিবৃন্দের সাথে পুরস্কারপ্রাপ্তদের দেখা যাচ্ছে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়