ঢাকা বিশ্ববিদ্যায় শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে আজ ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ক্লিন এনার্জি সোলিউশনস্ এন্ড কেরিয়ার্স ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যায় শক্তি ইনস্টিটিউট এবং ন্যাশনাল রিনিওয়েবল এনার্জি ল্যাবরেটরির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ন্যাশনাল রিনিওয়েবল এনার্জি ল্যাবরেটরির প্রজেক্ট ম্যানেজার প্রতীক জোশি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. এস এম নাসিফ শামস্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাইটেক পার্কের সাবেক সিইও হোসনে আরা বেগম এবং ইউএসএইড-এর এনার্জি টিম লিডার শায়ান শাফি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়