ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগের ৭ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘জাপানিজ স্টাডিজ ডে’ সমাপ্ত হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি মি. ইচিগুচি তমোহিদো এবং মিতসুবিশি কর্পোরেশন বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি মি. মিউং-হো লি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলরুবা শারমীন। বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাপানের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক ও তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়নশীল অংশীদার। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা আরও বৃদ্ধি করতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফুটবল, টেবিল টেনিস, দাবা, বিতর্ক, সংগীতসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ৭ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ৩-দিনব্যাপী ‘জাপানিজ স্টাডিজ ডে’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন। (ছবি: ঢাবি জনসংযোগ)