ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তনীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আজ ০২ মার্চ ২০২৪ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, রাষ্ট্র পরিচালনায় এবং আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে এই ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অ্যালামনাইবৃন্দ শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের জীবনমান উন্নোয়নসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, অ্যালামনাইবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই ইনস্টিটিউট তথা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, এই ইনস্টিটিউটের অ্যালামনাইবৃন্দ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তারা কার্যকরী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়