ঢাকা বিশ্ববিদ্যালয় ঈশা খান রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতি এবং শহিদ মুনীর চৌধুরী ভবন কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে পিঠা উৎসব, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারি ২০২৪ ররিবার সন্ধ্যায় ঈশা খান রোড আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঈশা খান রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, উপাচার্য পত্নী অধ্যাপক আফসানা ফেরদৌসী, শহিদ মুনীর চৌধুরী ভবন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঈশা খান রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম শাহীন খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এরকম উৎসবের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও তাদের পরিবারের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও অটুট ও সুদৃঢ় হয়। শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে এবং তাদের মেধা বিকাশেও আবাসিক এলাকায় খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে পিঠা উৎসব সকলের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়