জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে আজ ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে থেকে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে এক আন্তঃধর্মীয় সম্প্রীতি র্যালি বের করা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়