ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা গতকাল ১৬ নভেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে শেষ হয়েছে। প্রতিযোগিতা শেষে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে উপজীব্য করে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাব 'হাউজ অব ডিবেটরস’ ৩ দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ, ডিইউডিএস সভাপতি অর্পিতা গোলদার, সাধারণ সম্পাদক আদনান মোস্তারি এবং হাউজ অফ ডিবেটরস-এর সভাপতি মোনেম শাহরিয়ার অন্তু উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫৮টি দল অংশ নেয়। বিশ্বিবদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব রানার্স-আপ হয়। স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সরকারি বিজ্ঞান কলেজ রানার্স-আপ হয়।
প্রতিযোগিতায় দেশে ও বহির্বিশ্বে চলমান বিভিন্ন ইস্যু, ছাত্ররাজনীতির ভবিষ্যৎ, মানবসভ্যতার ধারাবাহিকতায় আজকের সংকট, অর্থনৈতিক নীতিমালা ইত্যাদি বিষয়ে বিতার্কিকগণ বৈচিত্র্যময় চিন্তাধারা ও যুক্তি তুলে ধরেন।
উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা ও মননের বিকাশ ঘটে। বিতর্কসহ বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যুক্তি নির্ভর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
১৭/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়