ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের উদ্যোগে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্ট্রাকচার্ড ল্যান উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসাইন খন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই ল্যান উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, এই স্ট্রাকচার্ড ল্যান কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিকসহ অন্যান্য সকল সেবার মানোন্নয়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়