ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাঈম ইসলাম এবং রানার্স-আপ হয়েছেন পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোত্তাসিম বিল্লাহ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আজ ২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ-এর সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারন সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন এবং অমর একুশে হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও অমর একুশের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হলে জ্ঞানচর্চা ত্বরান্বিত হয়। জ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাÐসহ সকল ক্ষেত্রে বিশ^বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, মহান ভাষা অন্দোলন ও একুশের চেতনাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হল প্রতিষ্ঠা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে যথাযথ ভ‚মিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৯টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়