ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত ৩-দিনব্যাপী বিজয় নাট্যোৎসব-২০২৩ এবং উদ্যোক্তা মেলা গতকাল ০৩ ডিসেম্বর ২০২৩ রবিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল সন্ধ্যায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নাট্য সংসদ-এর সভাপতি মো. লিপটন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নাট্য সংসদের মডারেটর অধ্যাপক ড. আহমেদুল কবির, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান সৈকত এবং অগ্নিবীণা সংগীত নিকেতনের উপদেষ্টা মো. মুকিতুর রহমান রাফি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নাট্য সংসদের সাধারণ সম্পাদক দীপম সাহা অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সমাজের গতি-প্রকৃতি, অতীত, ইতিহাস, ভালো-মন্দ দিকসহ বিভিন্ন বিষয় নাটকের মাধ্যমে খুব সহজে মানুষের সামনে তুলে ধরা যায়। ‘নাটক’-কে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিভিন্ন কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করতে নাট্যচর্চার গুরুত্ব অপরিসীম। দেশবিরোধী অপশক্তি ও যারা সমাজকে কুপমণ্ডকতায় ভরে দিতে চায়, নাট্যচর্চার মাধ্যমে তাদের প্রতিহত করার জন্য নাট্য সংসদের সদস্যদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
উল্লেখ্য, এবারের উৎসবে ৩-দিনে মঞ্চস্থ হয় ৩টি নাটক। গতকাল সমাপনী দিনে নাট্য সংসদের সভাপতি লিপটন ইসলামের নির্দেশনায় মঞ্চায়িত হয় মাইকেল মধুসূদন দত্তের নাটক ‘বুড় সালিকের ঘাড়ে রোঁ’।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত ৩-দিনব্যাপী বিজয় নাট্যোৎসব-২০২৩ এবং উদ্যোক্তা মেলা গতকাল ০৩ ডিসেম্বর ২০২৩ রবিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল সন্ধ্যায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)