ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যরে মৃত্যুদিবস উপলক্ষ্যে এক স্মরণসভা সভা আজ ২৯ নভেম্বর ২০২৩ বুধবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্য গবেষণা কেন্দ্র এই স্মরণসভার আয়োজন করে।
কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ময়না তালুকদার এবং বিভাগের অনারারি অধ্যাপক ড. দুলাল কান্তি ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালন করেন সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সঞ্চিতা গুহ।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যরে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, যুগে যুগে কিছু মানুষ মানবজাতি ও সভ্যতার উন্নয়নের জন্য পদচিহ্ন রেখে যান। অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্য তাঁদেরই একজন। মানবতাবাদি, উদার, দানবীর ও গুণী এই শিক্ষকের কর্মময় জীবন সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য্যরে অসাম্প্রদায়িক, মানবিক, কল্যাণমুখী ও শিক্ষার্থীবান্ধব আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের প্রয়াত অধ্যাপক ড. দিলীপ কুমার ভট্টাচার্য্যরে মৃত্যুদিবস উপলক্ষ্যে এক স্মরণসভা সভা আজ ২৯ নভেম্বর ২০২৩ বুধবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি-ঢাবি জনসংযোগ)