ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর স্মরণে এক শোকসভা আজ ১৮ নভেম্বর ২০২৩ শনিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. মিহির লাল সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাবি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর সহধর্মিনী নুরুন নাহার বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রয়াত অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর অকাল প্রয়ান সকলের কাছেই ছিলো অপ্রত্যাশিত ও অনাকাঙ্খিত। অত্যন্ত বিনয়ী এই শিক্ষকের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি তুলে ধরে উপাচার্য বলেন,অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সাথে কাজে করেছেন।
অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ও নীতিবান এই গুণী শিক্ষক বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের হৃদয়ে অবস্থান করে নিয়েছিলেন। সর্বজন শ্রদ্ধেয় এই শিক্ষকের অকাল মৃত্যুতে সমাজ, রাষ্ট্র ও দেশের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়