ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৩-২০২৪ আজ ১৫ নভেম্বর ২০২৩ বুধবার শুরু হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সুইমিংপুলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের সুস্থ দেহ ও সতেজ মন বজায় রাখতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, বিভিন্ন ক্রীড়া ও সহশিক্ষা কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থাকলে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। তিনি আরও বলেন, সাঁতার শুধু একটি প্রতিযোগিতা নয় এর মাধ্যমে শিক্ষার্থীরা রোগ-ব্যাধি থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। নদীমাতৃক এই দেশে পানিতে পরে মৃত্যুর হাত থেকে আত্মরক্ষার্থেও সাঁতার শেখার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে বলে উপাচার্য উল্লেখ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়