ঢাকা ইউনিভার্সিটি সেন্টার ফর কালচারাল এন্ড রেসিলিয়েন্স স্টাডিজ (সিসিআরএস)-এর ১ম পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান হাসান এ শাফীকে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গত ২৫ অক্টোবর ২০২৩ বুধবার এই নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক হাসান শাফী ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় হতে নৃবিজ্ঞান ও হিউম্যান ইকোলজি বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি জলবায়ু পরিবর্তন, অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে নিয়মিত গবেষণা ও প্রকাশনা করে আসছেন। পরিবেশ নৃবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জার্নাল প্রবন্ধ, বইয়ের অধ্যায় ও বইসহ তার পঞ্চাশেরও অধিক আন্তর্জাতিক ও জাতীয় প্রকাশনা রয়েছে। পরিবেশ, জলবায়ু, নৃতাত্তি¡ক পরিচিতি, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে গবেষণা, নীতিনির্ধারণ এবং প্রায়োগিক চর্চা সংক্রান্ত বিষয়াদি অধ্যয়নের মাধ্যমে একটি উন্নত ও দক্ষ জাতি গঠনে ভ‚মিকা রাখার লক্ষ্য নিয়ে সেন্টার ফর কালচারাল এন্ড রেসিলিয়েন্স স্টাডিজ প্রতিষ্ঠিত হয় ।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়