ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ৯দিনব্যাপী ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব গত ০২ নভেম্বর ২০২৩ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ-কে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়।
থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যকার মামুনুর রশীদ এবং বিভাগীয় অধ্যাপক ড. মো. ইস্রাফীল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নাট্যোৎসবের সফলতা কামনা করে বলেন, নাট্যশিল্পীদের জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করতে হয়। সৃষ্টিশীল চর্চার পাশাপাশি নাট্যশিল্পীরা বৈচিত্রময় জীবনের নানা দিক, সমাজের বিভিন্ন প্রাসঙ্গিক ঘটনা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য নাটকের মাধ্যমে তুলে ধরেন। সর্বোচ্চ সৃজনশীলতার পরিচয় দিয়ে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃষ্টিশীল সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য উপাচার্য থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ৯দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগের স্নাতক সম্মান সমাপনী বর্ষের শিক্ষার্থীদের পরিবেশনায় ২টি করে নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিনে মঞ্চায়িত হয় ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘ডাকঘর’।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে ৯দিনব্যাপী ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব গত ০২ নভেম্বর ২০২৩ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ-কে নাট্যজন সম্মাননা প্রদান করা হয়। (ছবি: ঢাবি জনসংযোগ)