ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ে প্রণীত নীতিমালা অনুযায়ী হলের সার্বিক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেছেন, আবাসিক হলে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন, বøক ভিজিট ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জীবন-মান উন্নয়নে আবাসিক শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিভিন্ন হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভার তিনি একথা বলেন।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
সভায় আবাসিক হলসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং হল প্রশাসনের সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করা হয়।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়