ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার ৭-দিনের সফরে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি বিশ্বব্যাংক এর অর্থায়নে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘জ্ঞান ও প্রযুক্তি বিনিময়’ শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এসময় তিনি জলবায়ু পরিবর্তন, গ্রীন গ্রোথ, গ্রীন ট্রানজিশন, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশসমূহের শিক্ষক ও গবেষকদের সাথে মতবিনিময় করবেন।
এছাড়া, সফরকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও তিনি মতবিনিময় করবেন।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়