ঢাকা বিশ^বিদ্যালয় জগন্নাথ হলে গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় হল উপাসনালয়ে এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, হলের আবাসিক শিক্ষক ড. কালিদাস ভক্ত ও দেবদাস হালদার, ঢাকা বিশ^বিদ্যালয় শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র রায় এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মানবতাবিরোধী অসুরদের দমন করে মানবতা রক্ষা করার জন্য মুক্তির অগ্রদূত হিসেবে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা সব যুগেই প্রাসঙ্গিক। কৃষ্ণের দর্শন ধারণ করে অসাম্প্রদায়িক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এম.পি বলেন, শ্রীকৃষ্ণের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শন শুধু সনাতন ধর্মের নয়, সকল ধর্মের জন্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবজাতির কল্যাণ ও দেশের উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ^বিদ্যালয় জগন্নাথ হলে গতকাল ০৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার জন্মাষ্টমী মহোৎসব উদযাপন করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সন্ধ্যায় হল উপাসনালয়ে এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)