ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের বি.এ (সম্মান) ফাইনালপরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানঅধিকারী ১৪জন শিক্ষার্থীকে আজ ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার ‘অধ্যাপক জিয়া হায়দার স্মারকবৃত্তি’ প্রদানকরাহয়েছে। বিশ্ববিদ্যালয়েরউপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুলবাছির। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েবলেন, অধ্যাপক জিয়া হায়দার ছিলেন একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক এবং নাট্য জগতের একজনবরেণ্য ব্যাক্তিত্ব। দেশে নাট্য চর্চা ও প্রসারে তাঁর অপরিসীম অবদান রয়েছে। নৈতিক, মানবিক,অসাম্প্রদায়িক ও উদার মূলবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে ওঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বৃত্তিপ্রাপ্তশিক্ষার্থীরা হলেনএস.এমলাতিফুলখাবির, কীর্তি বিজয়া, ইমতেনান মোহাম্মদ জাকি, কামরুননাহারলিজা, মোঃআমিনুররহমান, আহম্মেদ রাউফুররহিম, রুদ্র সাওজাল, ফারজিয়াহকফারিন, মোঃআশরাফুলইসলাম, দেবাশীষকুমার দে প্রশান্ত, কৃপাকনাতালুকদার, তানজিলাজান্নাতরুমা, উম্মে সুমাইয়া ও শংকরকুমারবিশ্বাস।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকাবিশ্ববিদ্যালয়