ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমানকে আজ ০৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ও অধ্যাপক ড. শুচিতা শারমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করে বলেন, দেশের প্রথিতযশা এই অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আর্ন্তজাতিক অঙ্গনে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলছেন। তাঁর মূল্যবোধ, লেখনী, উন্নয়ন ভাবনা ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন। শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে অধ্যাপক ড. আতিউর রহমান ভূমিকা রাখবেন এবং নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পাওয়ায় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমানকে আজ ০৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)