ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-চীন লোক সংগীত বিনিময়’ শীর্ষক এক সভা আজ ২৮ আগস্ট ২০২৩ সোমবার কলা ভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিষয়ক কাউন্সেলর মি. ইউ লিওয়েন, চীনা মিউজিশিয়ান এসোসিয়েশনের প্রধান মি. হ্যান জিনআন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই এবং ঢাবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা বক্তব্য রাখেন। আলোচনা শেষে উভয় দেশের শিল্পীরা নিজস্ব লোক সংগীত পরিবেশন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দু’দেশের সংস্কৃতি সম্পর্কে জানার অসাধারণ সুযোগ তৈরি হয়। তিনি বলেন, লোক সংগীত, বাউল সংগীতসহ এদেশের সংস্কৃতির অনেক পুরনো ঐতিহ্য ও নিজস্বতা রয়েছে। । চীনা সংগীত ও সংস্কৃতিরও স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম আরও সমৃদ্ধ হচ্ছে। দু’দেশের বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে এ ধরণের যৌথ সাংস্কৃতিক কর্মকান্ড ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-চীন লোক সংগীত বিনিময়’ শীর্ষক এক সভা আজ ২৮ আগস্ট ২০২৩ সোমবার কলা ভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবিতে অতিথিবৃন্দের সাথে দু’দেশের সংগীত শিল্পীদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)