ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ, ইউএসএইড ও ডাটা ফর ইমপ্যাক্ট-এর যৌথ উদ্যোগে ‘পুষ্টি, স্বাস্থ্য ও জনসংখ্যা’ বিষয়ক চার-দিনব্যাপি এক কর্মশালা আজ ২৪ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাটা ফর ইমপ্যাক্ট-এর উপ-পরিচালক গ্যাব্রিয়েল এসকুয়েডরো।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতাত্তোর বাংলাদেশে জনগণের স্বাস্থ্য সেবা উন্নয়নে এবং জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদে পরিনত করার উদ্দেশ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এজন্য বঙ্গবন্ধু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আশা প্রকাশ করে বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে আমাদের বিশাল জনসংখ্যাকে বিশেষ করে যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিনত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়