প্রয়াত দেশবরেণ্য ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ-এর স্মরণসভা ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।
ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্মরণসভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্মৃতিচারণ করেন অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী, অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তারা ছিলেন অত্যন্ত সৎ, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ শিক্ষক ও গবেষক। তারা শুধু শ্রেণিকক্ষে পাঠদান বা গবেষণার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, সমাজের কাছেও ছিলেন দায়বদ্ধ। সমাজের বিভিন্ন সমস্যা নিরসনে তারা দিকনির্দেশনা দিতেন। শিক্ষা ও গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তারা আজীবন কাজ করে গেছেন। তাদের আদর্শ অনুসরণ করে নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের জন্য উপাচার্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ২০২১ সালের ৩০ নভেম্বর এবং একই বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ ২০২৩ সালের ২৫ জুলাই ইন্তেকাল করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়