ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে গতকাল ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার সন্ধ্যায় ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন এবং মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রেজা উল করিম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অ্যাপের অপব্যবহার বেড়ে চলেছে এবং এগুলোর মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমাজে সকলের নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার উপর উপাচার্য গুরুত্বারোপ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে গতকাল ১৮ আগস্ট ২০২৩, শুক্রবার সন্ধ্যায় ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)