জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৬ আগস্ট ২০২৩ বুধবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে এক আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম ও অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু সারাজীবন দুস্থ, অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করেছেন। তিনি স্বাধীন-সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সর্বদা একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে, তাঁর দর্শনের অনুকরণে নতুন প্রজন্মকে তৈরি করার ক্ষেত্রে ঢাকা বিশ^বিদ্যালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলছে বলে উপাচার্য উল্লেখ করেন। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা ধারণ করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য শিশুদের গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকবৃন্দের প্রতি উপাচার্য আহ্বান জানান।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপাচার্য পুরস্কার বিতরণ করেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৬ আগস্ট ২০২৩ বুধবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে এক আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ছবিতে অতিথিবৃন্দের সাথে পুরস্কারপ্রাপ্তদের দেখা যাচ্ছে (ছবি : ঢাবি জনসংযোগ)