জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংগঠনটির উদ্যোগে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন এবং বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সভাপতি মিনা দেবী ছেত্রী শর্মা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও মানবিক মূলবোধের চেতনা ছাত্র জীবন থেকেই লালন করতেন। বঙ্গবন্ধুর এই মূল্যবোধ ও আদর্শ ধারণ করে তাঁর দর্শনের আলোকে উন্নত সমাজ, দেশ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উপাচার্য আহ্বান জানান।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্যে জাতির পিতার প্রতিকৃতিতে বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন । পরে সংগঠনটির উদ্যোগে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)