প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিনে গতকাল ২৮ সেপ্টেম্বর ২০১৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে উপাচার্য বিচক্ষণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ কর্তৃক ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা কর্তৃক ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার অর্জন করায় জানিয়েছেন আন্তরিক অভিনন্দন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্তৃক আয়োজিত দিনের প্রাক্কালে রাত ১২.০১ মিনিটে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কাটা উৎসবে উপাচার্য অংশগ্রহণ করেন।
এসময় প্রদত্ত বক্তব্যে উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দেশ গঠনে তাঁর ভূমিকা প্রসঙ্গে আলোকপাত করেন। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশকে সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মউদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।
দোয়া মাহ্ফিল ও প্রার্থনা সভা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গতকাল ২৮ সেপ্টেম্বর ২০১৫ সোমবার প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া, জগন্নাথ হল উপাসনালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বপন কুমার সাহা, পংকজ কুমার নাথ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিৎ রায় নন্দীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জগন্নাথ হলের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়