ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঈদ-উল-আযহা উদ্যাপিত
সম্প্রীতি ও উৎসাহের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার পবিত্র ঈদ-উল-আযহার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮:০০টায়। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯:০০টায়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮:০০টায় এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮:০০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন এবং নামাজ শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে সকালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য পরে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রপতির ঈদ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকেই কুরবানি আদায় করেন এবং সময়মত কুরবানির বর্জ্য বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পরিস্কার করে পরিবেশকে দ্রæত মনোরম করে তুলেন। প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলগুলোতে খাবারের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়