আজ ১২ অক্টোবর ২০১৫ সোমবার সকালে বিশ^বিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক প্রদত্ত বিভিন্ন দাবি সম্বলিত এক স্মারকলিপি ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর দফতরে গ্রহণ করেন। স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। শিক্ষক এবং ছাত্র সমাজের সাথে ছাত্র সংগঠন দায়িত্বশীল আচরণ করবে এবং ছাত্রদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে এটাই ইতিবাচক কার্যক্রম। এ ধরণের উদ্যোগ ছাত্র সংগঠনগুলোর ভাবমূর্তি উজ্জ্বল করবে, একইসাথে নিজেদের সংগঠনের মর্যাদাও বৃদ্ধি পাবে।
স্মারকলিপিতে প্রদত্ত ১৭টি দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- বিশ^বিদ্যালয়ের হলগুলোতে মানসম্মত খাবার, শ্রেণীকক্ষ যুগোপযোগী করা-যেমন শিক্ষা সরঞ্জাম, ডিজিটাল বোর্ড স্থাপন, প্রজেক্টর ও কম্পিউটার ল্যাব স্থাপন, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বা কিস্তিতে ল্যাপটপ প্রদান ও বিশ^বিদ্যালয়কে ওয়াইফাই জোনের আওতায় আনা, বিশ^বিদ্যালয়ে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা, শিক্ষার্থীদের চিত্তবিনোদনের সুযোগ বৃদ্ধি, নিরাপত্তা শক্তিশালী করা এবং ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা ইত্যাদি। দাবীগুলো বাস্তবায়নে উপাচার্য বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন বলে ছাত্র নেতৃবৃন্দকে আশ^াস দেন। উপাচার্য উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে অধ্যবসায়ের প্রতি মনোযোগী হওয়ার ও বিশ^বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলার পরামর্শ প্রদান করেন।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১২ অক্টোবর ২০১৫ সোমবার সকালে বিশ^বিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক প্রদত্ত বিভিন্ন দাবী সম্বলিত এক স্মারকলিপি ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর দফতরে গ্রহণ করেন।